ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২০ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা। ৪৬২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩৮ রানেই অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চাবিরতির পর মাত্র ৪ ওভারের মধ্যেই ইনিংস গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং। নিউজিল্যান্ডের এই ঐতিহাসিক জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন দুই ওপেনার ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এই প্রথম একই ম্যাচে দুই ওপেনার জোড়া সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন। সিরিজের প্রথম ম্যাচ ক্রাইস্টচার্চে ড্র হলেও ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট জিতে এগিয়ে ছিল নিউজিল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধ৩০ একাডেমিকে ফুটবল প্রদান
পরবর্তী নিবন্ধবিদ্বেষমূলক আক্রমণের শিকার হচ্ছেন উসমান খাজা ও তার পরিবার