ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ঐতিহাসিক স্থান এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ফ্রিমান্টল প্রিজন

লিপি বড়ুয়া | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৮:৪৮ পূর্বাহ্ণ

ভ্রমণ আমাদের নতুন করে বাঁচতে শেখায়। যেখানে যাই সেখানকার স্মৃতিগুলো মনকে শান্তি দেয়। বর্তমান সময়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পার্থ শহর ভ্রমণে আছি। গত ২২ জুলাই ২০২৫ তারিখ ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে বড় কন্যার সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে পরিবার নিয়ে পার্থ শহরে আসলাম ১৮ জুলাই ২০২৫ ইংরেজি তারিখ।

এত পরিচ্ছন্ন পরিপাটি শহর ভ্রমণ করে বেশ আনন্দ পাচ্ছি। আইনের প্রতি সকলের অগাধ শ্রদ্ধা মানুষের প্রতি, পোষা প্রাণীর প্রতি, প্রকৃতির প্রতি মমত্ববোধ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। বড় কন্যা আর জামাতা চেষ্টা করছে তাঁদের কাজের ফাঁকে ফাঁকে আমাদের বিভিন্ন দর্শনীয় ঐতিহাসিক স্থান ঘুরে দেখানোর।

৩ জুলাই ২০২৫ ঘুরে আসলাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ফ্রিমান্টল প্রিজন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থ শহরের পুরনো একটি কারাগার হলো ফ্রিমান্টল প্রিজন। এটি একটি ঐতিহাসিক স্থান এবং বর্তমানে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত। ভ্রমণ করে জানলাম ফ্রিমান্টল প্রিজন সম্পর্কে কিছু তথ্য এটি ১৮৫২ থেকে ১৮৫৯ সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং ১৮৫৯ সাল থেকে ১৮৮৬ সাল পর্যন্ত এটি একটি কার্যকরী কারাগার হিসাবে ব্যবহৃত হয়। পরে, এটি ১৯৯০ সাল পর্যন্ত একটি সংশোধনমূলক সুবিধা হিসাবে ব্যবহৃত হয়। এই কারাগারটি ১৮৬৭ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত প্রায় ৪০০০ জন সাজাপ্রাপ্ত কয়েদিকে ধারণ করে, যাদের মধ্যে অনেকে ছিলেন ব্রিটিশ দ্বীপপুঞ্জ থেকে আসা কয়েদি। ফ্রিমান্টল প্রিজন শুধুমাত্র একটি কারাগারই ছিল না, এটি একটি ছোট শহরও ছিল, যেখানে কয়েদি, রক্ষী এবং তাদের পরিবার বাস করত। বর্তমানে, এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে দর্শনার্থীরা কারাগারের ইতিহাস এবং জীবন সম্পর্কে জানতে পারে। এখানে বিভিন্ন ধরনের ট্যুর এবং অভিজ্ঞতা পাওয়া যায়, যেমন সেল ট্যুর, রাতের বেলা ভূতুড়ে ট্যুর এবং কয়েদিদের জীবন নিয়ে আলোচনা। আমরা যেদিন সেখানে গেলাম সেদিনও অসংখ্য দর্শনার্থীর ভীড় লক্ষ্য করলাম। সকলের ঐতিহাসিক স্থানটি সম্পর্কে জানার আগ্রহ ঘুরে দেখার আগ্রহ আমাদেরকেও খুব অনুপ্রাণিত করেছে। আমরাও গর্বিত অসাধারণ স্থানটি দেখার সুযোগ লাভ করে। একটি দেশের ঐতিহাসিক স্থাপনাগুলোই সেই দেশের সংস্কৃতিকে ধারণ করে।

এমন একটি স্থান পরিদর্শন করা সত্যি ভীষণ সৌভাগ্যের বিষয়। ভ্রমণ যেমন আনন্দের তেমনই বিস্ময়কর অভিজ্ঞতা সঞ্চয়ের। ফ্রিমান্টল প্রিজন শুধু একটি ঐতিহাসিক স্থানই নয়, এটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পার্থ শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ফ্রিমান্টল শহরে অবস্থিত। এটি একটি বিশাল আকারের ইটের তৈরি ভবন, যা একসময় কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ একটি কারাগার ছিল। দর্শনার্থীরা বিভিন্ন ধরনের ট্যুর এবং অভিজ্ঞতার মাধ্যমে কারাগারের ইতিহাস এবং জীবন সম্পর্কে জানতে পারে। এখানে ঐতিহাসিক স্থানগুলি ঘুরে দেখা, বন্দীদের সেল পরিদর্শন করা, এবং কারাগারের ইতিহাসের বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ রয়েছে তাই বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন বেশ উৎসাহ আগ্রহ নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধআমার বাবা: স্মৃতির চশমার আড়ালে
পরবর্তী নিবন্ধভুলভাল নেই কোনখানে