ওয়েল পার্কের সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে

ওয়েল পার্ক রেসিডেন্সের সভায় এম এ মনছুর

| বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

ওয়েল পার্ক রেসিডেন্সের ৯ম তলায় অবস্থিত সোনার বাংলা হল রুমে প্রতিষ্ঠানের সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে হোটেলের জেনারেল ম্যানেজার এম. . মনছুর প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, সুশৃংখলতা বজায় রেখে অতিথিদের সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে। সকল বিভাগের কর্মকর্তাদের মধ্যে সুসম্পর্ক ও কাজের সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি বিধানে সবাইকে সচেষ্ট থাকতে হবে। সভায় এম. . মনছুর আরো বলেন, সর্বগ্রাসী আগুন প্রতিরোধে সতর্ক থাকার বিকল্প নেই। আগুন লাগলে যেমন দ্রুত নিশ্চিত করতে হবে নিরাপত্তা, তেমনি আগুন যেন না লাগে সে বিষয়েও থাকতে হবে সচেতন।

আবু কাইয়ুমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মামুন আল রশীদ, মেজবাহ উদ্দিন, মোরশেদ আলম, আলী নওশাদ পারভেজ, রেজুয়ানুল ইসলাম, খোরশেদ আলম, তানজীর আমীর, আব্দুল মাবুদ, বিশ্বনাথ দাস, মঈনুল হাসান প্রমুখ সভায় দোয়া মোনাজাত করেন হাফেজ ইউনুছ। পরে জেনারেল ম্যানেজার এম এ মনছুর সুন্দর হাসির জন্য সুইফুল ইসলাম ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সুবীর কান্তি বড়ুয়ার হাতে প্রতিষ্ঠানের পুরস্কারের প্রশংসা পত্র ও প্রাইজবন্ড প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফরিদ উদ্দিন আহমেদ
পরবর্তী নিবন্ধআমিরাবাদে অধ্যাপক শরফুল কবিরের স্মরণসভা