ওয়েল গ্রুপ হতে দুই সহোদর আবারো পেলেন সিআইপি মর্যাদা

| সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৫৩ পূর্বাহ্ণ

ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দেশের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেল ওয়েল গ্রুপ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সৈয়দ নুরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু। সরকারের সিআইপি (রপ্তানি) নীতিমালা-২০১৩ এর আলোকে ২০১৮ সালের জন্য সিআইপি মর্যাদা লাভ করায় সৈয়দ নুরুল ইসলাম ও সৈয়দ সিরাজুল ইসলাম কমুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, দেশের ব্যবসায়ীমহল ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ। উল্লেখ্য, দেশের রপ্তানি বাণিজ্যে ধারাবাহিকভাবে গৌরবময় অবদান রাখায় এর আগেও তাঁরা সরকারের সিআইপি মর্যাদা লাভ করেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার মুক্তি আন্দোলনে কৃষকদলকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু