ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান ওয়েল পার্ক রেসিডেন্স প্রতিষ্ঠার ১১বছর পূর্তিতে বিশেষ আলোচনা সভা গত সোমবার সকালে নগরীর জিইসি মোড়স্থ প্রতিষ্ঠানের সোনার বাংলা হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু বলেন, কল্যাণমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উন্নত পরিসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে স্বাধীনতাত্তোর কাল থেকে যাত্রা শুরু করে, দেশের বস্ত্রখাতে অনন্য সাধারণ অবদান রাখার পাশাপাশি বৃহত্তর কল্যাণের কথা মাথায় রেখে ওয়েল গ্রুপ চট্টগ্রামে আগত পর্যটক ও ব্যবসায়ীদের উন্নত খাদ্যসহ বাসস্থান, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রেও কাজ করে আসছে অত্যন্ত সফলতার সাথে। ওয়েল পার্ক রেসিডেন্স প্রতিষ্ঠা পর্যটকদের চাহিদা মিটিয়ে চট্টগ্রামের সুনাম ও ঐতিহ্যকে সমুন্নত করতে সক্ষম হয়েছে।
ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এম. এ মনছুরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এঙিকিউটিভ ডাইরেক্টর মঞ্জুরুল আহসান চৌধুরী বাবুল, মার্কেটিং ম্যানেজার মামুন আল রশীদ, আলী নওশাদ, রানা মজুমদার, মেসবাহ উদ্দিন, বিম্বানাথ দাশ, রেজুয়ানুল ইসলাম, খোরশেদুল আলম, তানজীব আলী চৌধুরী, আব্দুল মাবুদ, শাহী এমরান, কবির উদ্দিন রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।