ডিজিটাল বিনোদন প্লাটফর্ম বিনজের ‘শিকল’ শিরোনামে একটি ওয়েব সিরিজ অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার থেকে ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজটি প্রকাশ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে এতে মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, এটিই তার প্রথম কোনও ওয়েব সিরিজ। খবর বিডিনিউজের।
তিনি ছাড়াও এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। সিরিজটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার, সিরিজের চিত্রনাট্যও তার। বিনজের মালিকানা প্রতিষ্ঠান রেড ডিজিটালের পরিচালক আরমান আহমেদ সিদ্দিকী বলেন, সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, নির্যাতনের ঘটনাগুলোই ওয়েব সিরিজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে বিনজ। এতে বিনোদনের পাশপাশি সামাজিক ও পারিবারিক নানা সমস্যার বিষয়ে জনসচেতনতাও তৈরি হয়। শিকল এমনই একটি গল্প নিয়ে নির্মিত। সমাজ ও আশপাশের মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি একজন নারীর জীবনকে কিভাবে দুর্বিসহ করে তোলে সেটাই শিকলে দেখা যাবে।