ছোট পর্দার জনপ্রিয় মুখ আজমেরী হক বাঁধন। কঠোর পরিশ্রম ও অভিনয় দিয়ে ইতোমধ্যেই নিজের অবস্থান পাকা করে নিয়েছেন এই লাক্স তারকা। জয় করে নিয়েছেন দর্শকের মন। তবে দীর্ঘদিন ধরে শোবিজ থেকে দূরে ছিলেন বাঁধন। সেই বিরতি ভেঙে সমপ্রতি তিনি ‘ডার্করুম’ নামে একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন। ‘ডার্করুম’ পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটক ভেবে এই ওয়েব ফিল্মের সঙ্গে যুক্ত হয়েছিলেন অভিনেত্রী বাঁধন। তবে পরে তিনি জানতে পারেন, এটি ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পাবে। এর মাধ্যমে ছোট পর্দার বাঁধনের চুপিসারে ওয়েব ফিল্মে অভিষেক হয়ে গেল। জানা গেছে, এই ওয়েব ফিল্মটিতে বাঁধন ছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী ও তারিন জাহানের মতো টিভি তারকারা। প্যারাসাইকোলজি থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত ওয়েব চলচ্চিত্রটির ট্রেলার খুব শিগগিরই প্রকাশ পাবে বলে নির্মাতা সূত্রে জানানো হয়েছে। এরপর আসছে ডিসেম্বরে সিনেম্যাটিক অ্যাপে মুক্তি পাবে গোটা ফিল্মটি।