ওয়াহেদ মাস্টার ছিলেন আলোকিত সমাজ সংস্কারক

স্মরণ সভায় বক্তারা

| সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:৪৩ পূর্বাহ্ণ

চন্দনাইশের শিক্ষা প্রসারে অনন্য দৃষ্টান্ত রেখেছেন আবদুল ওয়াহেদ মাস্টার, তাঁর নীতি নৈতিকতা আওয়ামী লীগকে সমৃদ্ধ করেছে। আমৃত্যু তিনি ছিলেন মানব হিতৈষী, আলোকিত সমাজ সংস্কারক। খানদীঘি হাই স্কুল ও পূর্ব সাতবাড়িয়া প্রাইমারী স্কুলের প্রতিষ্ঠাতা, আবদুল ওয়াহেদ মাস্টারের দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরী একথা বলেন। প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, ওয়াহেদ মাস্টার নীতি নৈতিকতার এক উজ্জ্বল তারকা। তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক স্বর্ণোজ্জল নাম। আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ, চট্টগ্রাম জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দীন এমরান, জেলা আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ আঙ্গুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আবু আহমেদ জুনু, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দীন, জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহুর। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিবলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাসিমুল গণি স্মরণসভা
পরবর্তী নিবন্ধশ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশ জমা দিলো যমুনা অয়েল কোম্পানী