আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া), ইউএই কার্যকরী সংসদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ওয়াহিদুল আলম গতকাল বাংলাদেশ স্থানীয় সময় সকাল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় শারজাহ আল কাসেমী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রী-পরিজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদে আছর শারজাহস্থ সাহবা মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে সাজ্জাদানশীন-এ-দরবারে গাউছুল আজম হযরত মওলানা সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মঃ), নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মঃ) এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া), কেন্দ্র-জেলা-মহানগর-উপজেলা-থানা-শাখা দায়রা কার্যকরী সংসদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানান। এছাড়া মরহুমের আত্মর মাগফেরাত কামনায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া), ইউএই কার্যকরী সংসদের উদ্যোগে পবিত্র খতমে কোরআন শরীফ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।