ওয়াসা মোড়ে কাস্টমস বন্ড কমিশনারেটের দপ্তরে গ্রিল কেটে নথিপত্র চুরির চেষ্টা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ মার্চ, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন ওয়াসা মোড় সংলগ্ন কাস্টমস বন্ড কমিশনারেটের দপ্তরে গ্রিল কেটে নথিপত্র চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাস্টমসের এআরও শোভা মিয়া তালুকদার বাদি হয়ে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। গতকাল দুপুরে খুলশী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানতে চাইলে কাস্টমস বন্ড কমিশনার এ কে এম মাহবুবুর রহমান বলেন, বুধবার রাতে বন্ড কার্যালয়ের চার থেকে ছয়তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেছে চোরের দল। তারা বিভিন্ন ফাইল তছনছ ছাড়াও ড্রয়ার ভেঙে বেশ খোঁজাখুঁজিও করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়েছে এমন কোনো খবর পাইনি। পুলিশ এবং কাস্টমস কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন। চোরের দল হয়তো গুরুত্বপূর্ণ কোনো দলিলাদির জন্য গ্রিল ভেঙে প্রবেশ করেছিল।

পূর্ববর্তী নিবন্ধশীতল ঝর্ণা খালের উপর নবনির্মিত শহীদ নগর ব্রিজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধযুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সংবর্ধনা সভা