ওয়াসায় আগুন রহস্যজনক : শ্রমিক ইউনিয়ন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৬:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়াসায় আগুন লাগার ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করে তা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার ভোররাতেই ওয়াসা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি একটি রহস্যজনক ঘটনা। যে কক্ষে আগুন লেগেছে সেই কক্ষটি প্রকল্প পরিচালকের নিয়ন্ত্রণাধীন একটি কক্ষ। যেখানে বিভিন্ন প্রকল্পের ফাইলপত্র রয়েছে।
মো. নুরুল ইসলাম বলেন, ওয়াসা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনোদিন ওয়াসা ভবনে আগুন লাগেনি। আসলেই এটি দুর্ঘটনা কী না তা খতিয়ে দেখা প্রয়োজন। ভবনের সামনে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করাও প্রয়োজন।
চট্টগ্রাম ওয়াসা ভবনে আগুন লাগার কারণ রহস্যজনক দাবি করে নগরবাসীর পক্ষে সাতজনের নাম উল্লেখ করে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম ওয়াসা অফিসের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা রহস্যজনক। তা সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। কারণ এই তৃতীয় তলায় প্রকল্প অফিস। এই অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র পুড়ে গেছে।’

পূর্ববর্তী নিবন্ধআট লেনে উন্নীত হচ্ছে বন্দর টোল রোড
পরবর্তী নিবন্ধগ্রাহকের স্বর্ণ নিয়ে উধাও জুয়েলার্স মালিক!