বিশুদ্ধ পানির সরবরাহের জন্য সুপরিচিত প্রতিষ্ঠান ওয়াসা। যার বিস্তৃত ঢাকা–চট্টগ্রাম সহ অন্যান্য শহরাঞ্চল। এর সুফল ভোগকারী মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। বিশুদ্ধ পানি সরবরাহের সাথে সাথে ওয়াসা এখন মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় ঘেরাও দিয়ে যততত্র খনন করে পাইপলাইনের মেরামতের কাজ করছে। সমস্যা যেখানে হাল সেখানে বিশ্বাস রাখা মানুষজন ওয়াসার এমন কর্মকাণ্ডে নির্লিপ্ত অবস্থানে থাকছেন। শহরের প্রায় সকল গুরুত্বপূর্ণ স্থানে খোঁড়াখুঁড়ির দরুন মানুষের যাতায়াত ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে; অতীব যানজটের ফলে জনগণের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এছাড়াও বিভিন্ন সময় দূর্ঘটনার দায় ওয়াসা এড়াতে পারে না। চসিক মেয়র কিছুদিন পূর্বে সংবাদ সম্মেলনে ওয়াসায় এর প্রতিকার চেয়ে চিঠি লিখেন বলে জানিয়েছেন। কিন্তু ওয়াসা কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। যদি সিটি কর্পোরেশনের মেয়রের আবেদন গ্রাহ্য না হয় তাহলে জনসাধারণের আকুতি ওয়াসায় কীভাবে পৌছাবে? এমতাবস্থায় জনসাধারণের দুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
ইকরাম আকাশ
বন্দর,
চট্টগ্রাম।











