ওয়াসার পাইপ ফেটে পানির অপচয়

চেরাগী পাহাড় মোড়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

নগরীর চেরাগী পাহাড় মোড়ে ওয়াসার পাইপ লাইন ফেটে প্রধান সড়কসহ আশপাশের পুরো এলাকা পানিতে ভেসে গেছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র বেগে পানি বের হতে থাকে। এসময় প্রধান এই সড়কটি দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে চেরাগী পাহাড়ের পশ্চিম দিকে ফুলের দোকানের সামনে রাস্তার মাঝখানে ওয়াসার ম্যানহোলটি থেকে তীব্র বেগে ফোয়ারার মতো পানি বের হতে থাকে। প্রচুর পরিমাণে পানি বের হতে থাকায় পুরো রাস্তাসহ আশপাশের এলাকা পানিতে থৈ থৈ করতে থাকে। চেরাগী পাহাড়ের এই মোড়টি দিয়ে ভোর থেকে স্কুলকলেজের শতশত ছাত্রছাত্রী অভিভাবক যাতায়াত করে। রাস্তার মাঝখানে ম্যানহোলের ভেতর থেকে তীব্র গতিতে পানি উপরের দিকে উঠে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বিকাল পর্যন্ত একই দৃশ্য দেখা গেছে। সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। গত ২/৩ মাস ধরে চট্টগ্রাম ওয়াসা অনেক এলাকায় রেশনিংয়ের মাধ্যমে পানির চাহিদা পূরণ করে আসছে। হালদায় লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম ওয়াসা বাধ্য হয়ে পানি উৎপাদন কমিয়ে দিয়েছে। এই মুহূর্তে এই ধরনের পাইপ লাইন ফেটে বিপুল পরিমাণ পানি অপচয় হলে নগরবাসীর সংকট আরো বাড়বে। ইতোমধ্যে নগরীর অনেক এলাকায় ওয়াসার বড় পাইপ লাইন ফেটে পানি অপচয়ের ঘটনা ঘটেছে। একইভাবে গত ১৫/১৬ দিন আগে নন্দনকানস্থ ডিসিহিলের সামনে প্রধান সড়কে একই ভাবে পাইপ লাইন ফেটে বড় গর্তের সৃষ্টি হয়ে প্রচুর পরিমাণে পানি অপচয় হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমূল্য তালিকা না টাঙানোয় আদা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধডেঙ্গু রোগী গত বছরের চেয়ে ৫ গুণ, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর