ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতারা যখন বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখন নিজস্ব কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় কাটান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী, সোমবার (১৮ আগস্ট) একাধিক দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পুতিন। তাদের মধ্যে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমোন। তাদের সঙ্গে আলাপচারিতায় রুশ প্রেসিডেন্ট শুক্রবার আলাস্কায় হওয়া যুক্তরাষ্ট্র রাশিয়া শীর্ষ বৈঠকের ‘মূল ফলাফল’ তুলে ধরেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে।