আন্তর্জাতিক চুকবল ফেডারেশনের আয়োজনে ও চুকবল এসোসিয়েশন অব ইন্দোনেশিয়ার ব্যবস্থপনায় আগামী ৫–১০ আগষ্ট ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হবে ৩য় ওয়ার্ল্ড বীচ চুকবল চ্যাম্পিয়ানশীপ। এই চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ জাতীয় নারী দলের পক্ষ থেকে ভাল খেলার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৮ মে বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের ১৪ সদস্যের নতুন এডহক কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশে চুকবল একটি নতুন খেলা এবং দেশে ক্রিকেট, ফুটবল বা হকি ইত্যাদির মতো এটি খুব একটা পরিচিত নয়। কিন্তু আমরা ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এই খেলাটিকে দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় ৩য় ওয়ার্ল্ড বীচ চুকবল চ্যাম্পিয়ানশীপে ভাল ফলাফলের সম্ভবনা বিবেচনায় বাংলাদেশ জাতীয় নারী চুকবল দল অংশগ্রহণ করছে।
উক্ত চ্যাম্পিয়ানশীপে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় নারী চুকবল দল আগামী ৫ আগস্ট ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে এবং চ্যাম্পিয়ানশীপ শেষে ১১ আগস্ট দেশে ফিরে আসবে। ইতোমধ্যে উক্ত চ্যাম্পিয়ানশীপে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরকারী আদেশ এবং দলীয় সকল সদস্যর ভিসা সংগ্রহ করা হয়েছে। চ্যাম্পিয়ানশীপে অংশগ্রহণ করে ভাল ফলাফলের নিমিত্তে বাংলাদেশ জাতীয় নারী চুকবল দল প্রায় তিন মাসেরও অধিক সময় ধরে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং শেষ ১৫ দিন কক্সবাজারে কন্ডিশনিং ক্যাম্পে অংশগ্রহণ করেছে। ৩য় ওয়ার্ল্ড বীচ চুকবল চ্যাম্পিয়ানশীপে ২২টি দেশের ৪৮টি পুরুষ, নারী ও এম–৪০ নারী ও পুরুষ দল অংশগ্রহণ করছে। নারী বিভাগে বাংলাদেশসহ চাইনিজ তাইপে, হংকং, থাইল্যান্ড, ম্যাকাও, সিঙ্গাপুর, গ্রেট ব্রিটেন, ইতালি, ফান্স, দক্ষিণ কোরিয়া, ক্যামেরুন, ভারত, সুইজারল্যান্ড, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া দল অংশগ্রহণ করছে। বাংলাদেশ এ–গ্রুপে চাইনিজ তাইপে, হংকং, থাইল্যান্ড, ম্যাকাও দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম (অব:), এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল দাশ, সহ–সভাপতি আ ন মওয়াহিদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ–সচিব মাসুম আহমেদ, নির্বাহী সদস্য ও দলীয় প্রশিক্ষক নাসির উল্লাহ লাবলু, নির্বাহী সদস্য ও দলীয় ম্যানেজার লিপি বেগম হীরা, তৌহিদুর রহমান সোহেল, সহকারী প্রশিক্ষক আরাফাত রহমান।