ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশি বুড্ডিস্টের প্রতিষ্ঠাবার্ষিকী

| শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৪১ পূর্বাহ্ণ

ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশি বুড্ডিস্টের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মগুরু ও লেখক ড. ভিক্ষু বোধি বলেছেন, মননশীলতা চর্চার অভাবেই বিশ্বে খুনাখুনির মতো ঘটনা বেড়ে চলেছে। গত ৩১ আগস্ট কেমব্রিজ শহরের দি ফাউন্ডরি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। যুক্তরাষ্ট্র বৌদ্ধ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং গ্লোবাল বৌদ্ধ রিলিফের চেয়ারম্যান ড. ভিক্ষু বোধি বলেন, মানুষের মনের গভীরে রাগ, হিংসা ও লোভ বাসা বাঁধে, যা রোগ ও বিপত্তির জন্ম দেয়। অনুষ্ঠানে নিউরোসায়েন্স অব মেডিটেশন শীর্ষক সেমিনারে বক্তব্য দেন, ডা. সৌমিত্র বড়ুয়া। বক্তব্য দেন, মহাসচিব সুহাস বড়ুয়া। হার্ভার্ড স্কলার ও এমোরি ইউনিভার্সিটির চাপ্লেইন প্রিয় রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, তরুণ বড়ুয়া, রণবীর বড়ুয়া, শিমুল বড়ুয়া, ইঞ্জিনিয়ার সুতপা বড়ুয়া, রিমা কামাল প্রমুখ। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন স্মৃতিকণা বড়ুয়া ও বিভিন্ন দেশের তরুণতরুণীরা। বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত হন কিশোর ও তরুণরা। সংগীত পরিবেশন করেন রুবাইনা জামান, মুক্তা ও জুয়েল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, মনোরোগ বিশেষজ্ঞ ডা. কৃষাণ চক্রবর্তী, ডা. রণেন চ্যাটার্জী, পদার্থ বিজ্ঞানী ড. বামুন দাস বসু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেয়র কাপ অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে বেসিক একাডেমি চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধ‘বিএনপি জনগণের দল, এই দলের শক্তি হচ্ছে তৃণমূল’