সাদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের উদ্যোগে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল- ‘ফার্মেসি : আপনার স্বাস্থ্যের প্রতি সর্বদা বিশ্বস্ত’। গত শনিবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপ-উপাচার্য ও ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের প্রধান ড. মোহাম্মদ ইব্রাহীম, বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরী বলেন, করোনা মহামারিতে ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং রাখছেন। চিকিৎসক রোগ নির্ণয় করে ওষুধ প্রেসক্রাইব করেন কিন্তু ভালো ওষুধের জন্য ব্যাপক গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের সাথে মূলত ফার্মাসিস্ট জড়িত। আমাদের দেশে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ সংরক্ষণ, ডিসপেন্সিং ও বিতরণ করা হয়ে থাকে যা একেবারে উচিত নয়। চারদিকে ভেজাল ওষুধের ছড়াছড়ি। তাই ভেজাল ওষুধের কারণে যাতে কারও জীবনহানি না হয় সে ব্যাপারে ফার্মাসিস্টদের সতর্ক থাকতে হবে। ওষুধের সংরক্ষণ, গুণগতমান, সঠিক ওষুধ নির্বাচন ও ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণের জন্য স্বাস্থ্যসেবায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।