এক্সপেরিমেন্টাল রক ধাঁচের ব্যান্ড ‘ওয়ার্নিং’ এর তৃতীয় মৌলিক গান ‘তবুও ভালোবাসি’ মুক্তি পেয়েছে গত ২০ মে। ব্যান্ডটির ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেজে একযোগে মুক্তি পেয়েছে গানটি। ভালোবেসে বিশ্বাস হারানোর পরও সত্যিকারের ভালোবাসা আমৃত্যু বেঁচে থাকে, এই অনুভূতি থেকেই রচিত হয়েছে গানটি। ওয়ার্নিং ব্যান্ডের যাত্রা শুরু হয় ২০১১ সালের ১১ নভেম্বর। এক্সপেরিমেন্টাল রক ধাঁচের ব্যান্ড হলেও ফোক ফিউশন ঘরানার গান ‘মাঝি’ দিয়ে তাঁদের মৌলিক গানের শুরু। গানটি মুক্তি পাওয়ার পর সঙ্গীত প্রেমীদের মাঝে ওয়ার্নিং ব্যান্ড ব্যাপক পরিচিতি পায়। মৌলিক গানের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কনসার্টে দেশি ও বিদেশি ব্যান্ডের গান পরিবেশন করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ওয়ার্নিং।
গত বছরের ৯ সেপ্টেম্বর বাংলাদেশের অন্যতম স্বনামধন্য সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে মিউজিক ভিডিওসহ ‘সংশোধন–ঘ’ নামের মিক্সড অ্যালবামে বাজারে আসে ওয়ার্নিং ব্যান্ডের দ্বিতীয় মৌলিক গান ‘নীরব প্রার্থনায়’। গানটি বরাবরের মতোই সঙ্গীত প্রেমীদের মনে জায়গা করে নেয়। এই ধারাবাহিকতায় মুক্তি পেয়েছে তাঁদের তৃতীয় মৌলিক গান ‘তবুও ভালোবাসি’। গানটি শুনতে ব্রাউজ করতে হবে নিচের লিংকগুলোতে :
ইউটিউব:https://www.youtube.com/watch?v=IGQl7QpgRFg
ফেইসবুক: www.facebook.com/warningbandbd