ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে মাদকসহ আটক ২

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ২:৪৪ অপরাহ্ণ

৯নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ শনিবার আকবরশাহ থানাধীন নিউ মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুইজন হলো মো. সোহেল রানা ও মো. শাহাব উদ্দিন মামুন।

ঘটনার সত্যতা নিশ্চিত আকবরশাহ থানার এসআই টিটু নাথ বলেন, “কাউন্সিলরের বাসার সামনে একটি সাদা রংয়ের গাড়ি তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে মো. সোহেল রানা ও মো. শাহাব উদ্দিন মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের বহনকারী গাড়িটিও জব্দ করা হয়েছে।”

তারা এগুলো কোথায় কার জন্য বহন করে নিয়ে যাচ্ছিল সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কাদায় আটকে থাকা হাতিকে ৭ ঘণ্টা পর উদ্ধার
পরবর্তী নিবন্ধপটিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার