৯নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ শনিবার আকবরশাহ থানাধীন নিউ মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুইজন হলো মো. সোহেল রানা ও মো. শাহাব উদ্দিন মামুন।
ঘটনার সত্যতা নিশ্চিত আকবরশাহ থানার এসআই টিটু নাথ বলেন, “কাউন্সিলরের বাসার সামনে একটি সাদা রংয়ের গাড়ি তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে মো. সোহেল রানা ও মো. শাহাব উদ্দিন মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের বহনকারী গাড়িটিও জব্দ করা হয়েছে।”
তারা এগুলো কোথায় কার জন্য বহন করে নিয়ে যাচ্ছিল সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।