ওয়ার্ড ও মহল্লা ভলান্টিয়ারদের শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

| শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

শিশুর পরিপূর্ণ শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য প্রয়োজন সমাজের প্রতিটি মানুষের শিশুর অধিকার সম্পর্কে সচেতন হওয়া। ওয়ার্ড ও মহল্লা ভলান্টিয়ারদের শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণে বক্তারা এ কথা বলেন।

গত মঙ্গলবার নগরীর হালিশহর হাউজিং এস্টেটের কেব্লকস্থ শহর সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউনিসেফ বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহায়তায় পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর। এতে স্বাগত বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। রিসোর্স পারসন ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ ও ইউনিসেফ বাংলাদেশ চট্টগ্রাম জোন অফিসের চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোছাইন। বক্তারা সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির গঠন, উদ্দেশ্য, দায়িত্ব ও কর্মপন্থা উপর আলোকপাত করেন।

তাঁরা বলেন, যে সকল শিশুরা নির্যাতন, অবহেলা, শোষণ এবং সহিংসতার শিকার হয়ে ঝুঁকির মধ্যে রয়েছে সে সকল শিশুর সুরক্ষা দেওয়াই কমিটির মূল কাজ। তাঁরা আশা প্রকাশ করেন ওয়ার্ড ও মহল্লা ভলান্টিয়ারগণ বাল্য বিবাহ রোধ, ঝুঁকিপূর্ণ শ্রম নিরসন, বিদ্যালয় থেকে ঝড়ে পড়া রোধসহ শিশু সুরক্ষায় বলিষ্ট ভুমিকা পালন করবেন। প্রশিক্ষণে নগরীর ৩০নং পূর্ব মাদারবাড়ী, ৩৭নং উত্তর মধ্যম হালিশহর (মুনির নগর) ও ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড হতে নির্বাচিত ১৫ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করে। এ সময় ফিল্ড সুপারভাইজার মো. নুরুল ইসলাম, সুজিত কুমার নাথ, নিজ্জ্বল দে, রুবি আকতার, রুপনা মজুমদার ও শেখ ইয়াছিন তালিন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফরহাদাবাদ ফয়জুল উলুম মাদরাসার সালানা জলসা কাল
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ