ওয়ার্ড আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

ফেসবুকে কটূক্তি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৪:৫৮ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে নগরীর পশ্চিম ষোলশহর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা পারুলের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
গতকাল বুধবার বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের আহ্বায়ক সুলতান মাহমুদ ফয়সাল ওরফে ফয়সাল আহমদ মামলাটি করেন। বাদীর আইনজীবী রনি কুমার দে আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার মক্কেলের অভিযোগটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ২৮ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হোসনে আরা পারুল একটি স্ট্যাটাস দেন। যেখানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের একটি ছবি যুক্ত করে তিনি লিখেন, মাননীয় শিক্ষা উপমন্ত্রী এই ছবি বিক্রয় করা ছেলেটির বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নিন, অন্যথায় আমি আপনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করব। আমি আপনাকে ইতোমধ্যে ওর প্রতারণার বিষয়টি জানিয়েছি। আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমার নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামের ওপর সে কালিমা লাগিয়ে নিজেকে বিশাল এক নেতা দাবি করছে। যা আমার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। এবিএম মহিউদ্দিন চৌধুরী মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন। দয়া করে উনার সন্তান হিসেবে আপনিও তাই করে যাবেন।
এ বিষয়ে বাদী সুলতান মাহমুদ ফয়সাল আজাদীকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পারুল মিথ্যা ও মানহানিকর পোস্ট দেন। যেটি নজরে আসায় আমি আইনের আশ্রয় নিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপিকে মোকাবেলা ও সম্মেলন একসাথেই
পরবর্তী নিবন্ধঅবরোধ-সংঘর্ষের ঘটনায় দুইশ জনকে আসামি করে ছয় মামলা