আওয়ামী লীগ সভাপতি-প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডের জনসভাকে সফল করতে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। জনসভাকে সফল করতে মহানগর আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে ওয়ার্ড ওয়ার্ডে শুরু হয়েছে বর্ধিত সভা। নগরীর পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলায়ও প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
নগরীর ৬ নং ওয়ার্ড ও ৪নং চান্দগাঁও ওয়ার্ডের এক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার ৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুর মোহাম্মদ নুরুর সভাপতিত্বে মোছলেম উদ্দিন আহমদ এমপি’র লালখান বাজারস্থ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ এমপি।
৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড : মহানগর আওয়ামী লীগের ৩৯ নম্বর ওয়ার্ডের বর্ধিত সভা গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যকারী সদস্য রোটারিয়ান মো. ইলিয়াছ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে যেকোনো মূল্যে সফল করতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন, ইপিজিড থানা কমিটির আহ্বায়ক হারুনুর রশিদ ও যুগ্ম আহ্বায়ক আবু তাহের। প্রধান বক্তা ছিলেন, ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবির। সভায় আরো বক্তব্য রাখেন, ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আসলাম, বর্তমান কাউন্সিলর জিয়াউল হক সুমন, মহানগর যুবলীগ নেতা মো. আজম, বি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াছ, সি ইউনিটের সাবেক সভাপতি গফ্ফার সওদাগর, মহিলা আওয়ামী লীগের নেত্রী শারমিন ফারুক, আওয়ামী লীগ নেতা খুরশীদ আলম, সি ইউনিটের সভাপতি আনোয়ার হোসেন, মো. হারুন, মো. জাবেদ, মো. শাহীন, হাজী মো. জসিম, মো. শরীফ, মো. মালেক, মো. রাজ্জাক, মো. সৈয়দ আলম, মো. আক্কাস সওদাগর, মো. হারুণ, মো. আফসার সওদাগর, মো.শাহজাহান।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগ : ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীন, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রাশেদ আলী জাহাঙ্গীর। আরো বক্তব্য রাখেন এস এম ঈসা, নাজিম উদ্দীন চৌধুরী, সাবেক কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ সাইফু, জসিম উদ্দীন, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আবদুল মালেক, জসিম উদ্দীন, আবু সাদাত মোহাম্মদ সায়েম, আবুল কালাম, সিরাজুল কবির লিটু, আজম খান, কফিল উদ্দীন, মোহাম্মদ আলমগীর প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগ: দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগের বর্ধিত সভা গত বৃহস্পতিবার সভাপতি চেমন আরা তৈয়বের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান অতিথি বলেন, আগামী ডিসেম্বরে পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় নারী সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারী জাগরণ সৃষ্টি করতে হবে।