বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ এবং এরিয়া হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। ওয়ার্কশপ অন কোয়ালিটি এডুকেশন–২০২৫ (২য় পর্ব) এর আয়োজনকারী কর্তৃপক্ষ ছিল হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অংশগ্রহণকারী আরো চারটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল যথাক্রমে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, ভাটিয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং গানার্স ইংলিশ স্কুল। গত ২০ ও ২১ ডিসেম্বর দুই দিন মোট আটটি সেশনে বিভক্ত ছিল প্রশিক্ষণ কার্যক্রম। সমাপনী দিনে আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট এবং হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আ ফ মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন। তিনি অংশগ্রহণকারী প্রশিক্ষণপ্রার্থীদের মধ্য থেকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৮ জন প্রশিক্ষণার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোর্শেদ।











