ঢাকার ওয়ারীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবলীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আলমগীর হোসেন (৪৬) নামের স্থানীয় ওই নেতা ওয়ারী থানার ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। গতকাল শনিবার রাতে পাঁচআনি পুকুর জামে মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) কাওসার হোসেন। তিনি জানান, কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তির সঙ্গে কথা বলে দুর্বৃত্তদের পরিচয় জানার এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। গুরুতর আহত অবস্থায় আলমগীরকে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাতের কবজি জোড়া দিতে অপারেশনের জন্য সেখান থেকে মোহাম্মদপুরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে বলে তার সঙ্গে থাকা স্থানীয় যুবক মো. হাবিব জানান। খবর বিডিনিউজের।
ঘটনার বর্ণনা তিনি বলেন, স্থানীয় যুবলীগ নেতা আলমগীর এশারের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় দুই দুর্বৃত্ত তার ওপর হঠাৎ হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে আলমগীর ঠেকানোর চেষ্টা করলে তার বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় আলমগীরের ডান পায়ে হাঁটুর নিচেও আঘাত লাগে বলেন জানান ওই যুবক।