ওয়ারসাইট ব্যান্ডের যুগপূর্তি

| মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের একটি জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড হেভি মেটাল ব্যান্ড ‘ওয়ারসাইট’। এখন পর্যন্ত ১৫০টিরও বেশি শো’তে পারফর্ম করা ব্যান্ডটির যাত্রা শুরু হয় ২০০৯ সালে। সেই পথচলার ১২ বছর পূর্তি হলো গত ৯ এপ্রিল। এক যুগ পেরিয়ে দলটি ভাসছে উৎসবের আনন্দে। যারা এ দলের গানের ভক্ত তারা জানেন, ওয়ারসাইটের সদস্যরা সবসময় মুখোশ পড়ে পারফর্ম করে। ২০১৬ সালে ব্যান্ডটি তাদের প্রথম সলো এলবাম যুদ্ধের কোরাস প্রকাশ করে। এ পযর্ন্ত ব্যান্ডটি তিনটি মিঙড এলবামে তাদের গান প্রকাশ করেছে। ২০১৬ সালে প্রকাশ হওয়া প্রথম স্টুডিও এলবামটিতে অর্থহীন ব্যান্ডের ‘বেজ বাবা’খ্যাত সুমন তাদের সাথে একটি গানে বাজিয়েছেন। ওয়ারসাইট পরবর্তীতে সেই গানের নামকরণ করে ‘অর্থহীন’। ব্যান্ডটির মিঙড এলবামগুলো হলো মেটাল জেনারেটর, দি ফার্স্ট অ্যারেনা এবং পুনরুদ্ধার। এক যুগ র্পূতি উপলক্ষে ‘বিদ্রোহী’ নামে নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছে। গানটির স্টুডিও রেকর্ডিংয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। করোনা পরিস্থিত স্বাভাবিক হলেই তারা এর মিউজিক ভিডিওর কাজ শুরু হবে। ইচ্ছে আছে আগামী মে মাসে মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশ করার। ব্যান্ডটির ভোকাল, লিরিসিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য রায়হান এ তথ্য নিশ্চিত করলেন। তাছাড়া ওয়ারসাইটে মুহূর্তে তাদের ইপি নিয়ে কাজ করছে যার দুটি গান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার বিজ্ঞাপনে ফেরদৌস-ফারিয়া
পরবর্তী নিবন্ধহিজাবি মডেল রথির গল্প