দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় চোট পেয়েছিলেন এবাদত। এরপর সেই ম্যাচে আর ব্যাটিং করতেও নামেননি। সেই চোট গুরুতর হওয়ায় এবার সিরিজের শেষ ম্যাচেও তার খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আফগানিস্তানের ইনিংসের ৪২তম ওভারের ঘটনা। তৃতীয় বলটি করার সময় লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে বাড়ি খায় এবাদতের হাত। আর এমন ধাক্কা খেয়ে রান আপে নিজেকে ঠিকঠাক থামাতে পারেননি। ফলে পেছন ঘুরে পড়ে যান মাটিতে, তখনই পায়ে আঘাত পান এই পেসার। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই ফিজিও এসে প্রাথমিকভাবে দেখার পর তিনি ওঠেও দাঁড়ান। কিন্তু এরপরই মাঠ ছাড়তে হয় তাকে। পরবর্তীতে তাকে আর বোলিং করতে দেখা যায়নি। এমনকি মাঠ ছেড়ে যাওয়ার পথেও তাকে খোঁড়াতে দেখা গেছে। বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী গতকালই জানিয়েছিলেন, এবাদতের বাম পায়ের পেশিতে টান লেগেছে। তাই এই পেসারকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখবেন তারা।