ওয়ানডে সিরিজ খেলতে আজ ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১২:১৭ অপরাহ্ণ

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন অনূর্ধ্ব১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশের যুবারা। আজ লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে তারা। সেখানে পৌঁছে ট্রেনে করে লাফবোরো যাবে বাংলাদেশ যুব দল। ৩ সেপ্টেম্বর লাফবোরোতে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ। লাফবোরোতে ৫ এবং ৭ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলবে যুব দল। এরপর ১০ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডের জন্য ব্রিস্টলে যাবে বাংলাদেশ। ১২ এবং ১৪ সেপ্টেম্বর বেকেনহ্যাম সিরিজের শেষ দুই ওয়ানডে খেলতে নামবে যুব দল। ওয়ানডে সিরিজ শেষে ১৬ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবে বাংলাদেশ যুব দল। বাংলাদেশ যুব দল : জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, সামিউন বাসির রাতুল, দেবাশিষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালেন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন, ফারহান শাহরিয়ার। স্ট্যান্ড বাই : আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ, আলিফ, শাহরিয়ার আজমির, রাফি উজ্জামান, মোহাম্মদ সবুজ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পরৈকোড়া প্রিমিয়ার ফুটবল ফ্যাস্টিভাল উদ্বোধন
পরবর্তী নিবন্ধএশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে হারাল বাংলাদেশ