ওয়ানডে দলে আছেন মুশফিক-রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ে সফরের জণ্য টি-টোয়েন্টি দলটা খর্ব শক্তির করলেও ওয়ানডে সিরিজের জন্য পূর্ণ শক্তির দল সাজিয়েছে বাংলাদেশ। ফিরেছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও তরুণ পেসার হাসান মাহমুদ। তিন ম্যাচের সিরিজটির জন্য গতকাল শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। টি-টোয়েন্টি ও ওয়ানডের এই সফর থেকে সাকিব আল হাসান ছুটি নিয়েছেন আগেই। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে শুরুতে থাকলেও পরে সেখান থেকেও ছুটি নেন এই অলরাউন্ডার। সেই দল থেকে বাদ পড়েছেন পেসার ইবাদত হোসেন। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ দলে থাকলেও ইনজুরির কারণে ছিটকে যান ইয়াসির আলি চৌধুরি। আর পুরোপুরি ফিট না হওয়ায় সফরেই যেতে পারেননি মোহাম্মদ সাইফ উদ্দিন। এই দুজন নেই এবারের জিম্বাবুয়ে সফরের দলেও।
ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেন এনামুল হক। ইয়াসিরের ইনজুরিতে পরে তিনি সুযোগ পান টেস্ট দলেও। ক্যারিবিয়ানে একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টিতে খেললেও ওয়ানডে সিরিজে খেলানো হয়নি তাকে। ২৯ বছর বয়সী ব্যাটসম্যান জায়গা ধরে রেখেছেন দলে। হজ করার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছিলেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে না থাকলেও ওয়ানডেতে আছেন তিনি।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা হাসান মাহমুদ দলে ফিরলেন প্রায় দেড় বছর পর। সবশেষ তিনি খেলেছিলেন গত বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে ওয়ানডেতে। সেখানেই পিঠে আঘাত পাওয়ায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি। ইনজুরি কাটিয়ে প্রায় এক বছর পর এই বছরের মার্চে প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফিরেন ২২ বছর বয়সী এই পেসার। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ৭ ম্যাচে খেলে তিনি নেন ৬ উইকেট। পরে তাকে রাখা হয় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে। এরপর তার এই জাতীয় দলে ফেরা।
জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। ৫ আগস্ট হবে প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ ৭ ও ১০ আগস্ট। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। গত বছর জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে ৩-০ তে জিতেছিল বাংলাদেশ। ২০১৩ সালের পর থেকে টানা ১৯ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে হেরেছে দলটি।
জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ ওয়ানডে দল ঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে ক্রিকেট নিয়ে হতাশ উসমান খাজা
পরবর্তী নিবন্ধটি-টেন লিগে বাংলা টাইগার্সে খেলবেন সাকিব