
অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজার মতে, ধীরে ধীরে মরে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। যে কারণে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের ওয়ানডে থেকে অবসরের খবর অবাক হননি খাজা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলে এই ফরম্যাট ছেড়ে দিয়েছেন স্টোকস। ইংল্যান্ডের ২০১৯ সালের বিশ্বকাপের অবিসংবাদিত নায়ক নিজের ক্যারিয়ারে খেলেছেন মাত্র ১০৫টি ওয়ানডে। অবসরের ঘোষণা দেওয়া বিবৃতিতে একের পর এক খেলার ক্লান্তির কথা উল্লেখ করেছিলেন স্টোকস। কর্তৃপক্ষের ওপর ক্ষোভ ঝেড়ে তিনি বলেছিলেন, আমরা খেলোয়াড়রা মোটরগাড়ি নই যে, তেল ভরলেই চলা শুরু করবো। বাস্তবিক চিন্তা করেই একসঙ্গে তিন ফরম্যাট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। প্রায় একই পথের পথিক অসি ওপেনার খাজা। ২০১৯ সালের পর অস্ট্রেলিয়ার হয়ে আর সীমিত ওভারের ক্রিকেট খেলেননি এ বাঁহাতি ওপেনার। তবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে রয়েছে খাজার উপস্থিতি। তিনি বলেন আমার একান্ত নিজস্ব মতামত হলো, টেস্ট ক্রিকেট এখন চূড়া। আবার আছে টি-টোয়েন্টি ক্রিকেট সবাই পছন্দ করে।
এরপর আসে ওয়ানডে ক্রিকেট। আমার মতে এটি এখন তিন নম্বরে রয়েছে। ব্যক্তিগতভাবে মনে করি ধীরে ধীরে মরে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। হ্যাঁ এখনও ওয়ানডে বিশ্বকাপ রয়েছে যা সত্যিই উপভোগ্য। তবে এর বাইরে আমি তেমন আগ্রহ পাই না।
এ অস্ট্রেলিয়ান ক্রিকেটার বলেন, যেহেতু মর্যাদার দিক থেকে এখনো টেস্ট ক্রিকেট এক নম্বরে সেহেতু অনেকেই টেস্ট ক্রিকেট খেলতে চান। আর টি-টুয়েন্টি ক্রিকেটে যেহেতু সময় কম লাগে এবং বিশ্বব্যাপী নানা লিগ হয় তাই ক্রিকেটের এই সংস্করণটি সবার কাছে জনপ্রিয়। কিন্তু ওয়ানডে ক্রিকেট কেমন যেন তার আবেদন হারাচ্ছে বলে আমার মনে হয়।