একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড। সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডকে আরো সমৃদ্ধ করেছে ইংলিশরা। যদিও চার বছর ধরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড নিজেদের দখলে রেখেছিল ইংল্যান্ড। ২০১৮ সালের ১৯ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান তুলে বিশ্বরেকর্ড গড়েছিল ইংলিশরা। তার ঠিক চার বছর পর ইংলিশদের সেই রেকর্ড ভাঙল নিজেরাই। আরো সমৃদ্ধ করেছে নিজেদের রেকর্ডকে।
নিজেদের রেকর্ড ভেঙে নিজেরাই নতুন রেকর্ড লিখেছে ইয়ন মরগ্যানের দল। নেদারল্যান্ডের বিপক্ষে আইসিসি সুপার লিগের তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪৯৮ রান তুলে নতুন এই রেকর্ড গড়েছে ইংল্যান্ড।
নতুন করে রেকর্ড গড়লেও প্রথম দল হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ রান করার সুযোগ হাতছাড়া করেছে ইংলিশরা। ইনিংসে তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন। ফিল সল্ট ৯৩ বলে ১২২, ডেভিড মালান ১০৯ বলে ১২৫ এবং জস বাটলার ৭০ বলে ১৬২। লিভিংস্টোন করেছেন ২২ বলে ৬৬ রান।