তামিম ইকবালের পদত্যাগের পর কে হচ্ছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তা নিয়ে চলছে নানা আলোচনা। নানা জন দিচ্ছেন নানা মত। যদিও বলা হচ্ছে তামিমের স্থলাভিষিক্ত হবার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছেন, অধিনায়ক হিসেবে এই অলরাউন্ডারকে নির্বাচন করাটাই সবচাইতে সহজ ব্যপার। আবার অধিনায়কের হবার দৌঁড়ে নাম আসছে গত বছর ভারতের বিপক্ষে ২–১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ে দলকে নেতৃত্ব দেয়া লিটন দাসেরও। এতদিন তামিমের ডেপুটি হিসেবে ছিলেন লিট দাশ । আবার শেষ মুর্হূতে অধিনায়কের হবার তালিকায় নাম উঠে এসেছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজেরও।
তবে সব প্রশ্নের উত্তর মিলতে পারে আজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা হতে পারে আজ। একই সাথে আজ ঘোষণা হতে পারে এশিয়া কাপের জন্য প্রাথমিক দলের। এর আগে দু’বার ওয়ানডে দলের নেতৃত্বে ছিলেন সাকিব। ২০০৯ থেকে ২০১১ এবং ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৫০টি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়ে ২৩টিতে জয় পান সাকিব। জয়ের দিক দিয়ে বাংলাদেশের পক্ষে তৃতীয়স্থানে আছেন তিনি। সর্বোচ্চ ৫০ জয়ে শীর্ষে মাশরাফি বিন মর্তুজা। ২৯ জয় নিয়ে তৃতীয় স্থানে আছেন হাবিবুল বাশার। ৩৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১১টিতে জয় আছে অভিজ্ঞ মুশফিকুর রহিমের। কিন্তু আবারও দলের ভার নিতে রাজি নন তিনি। এ অবস্থায় অধিনায়ক হবার ক্ষেত্রে স্বাভাবিক পছন্দ হওয়া উচিত লিটন দাশের। কিন্তু বোর্ড যেহেতু দীর্ঘমেয়াদে দায়িত্ব দিতে চাইছে সেক্ষেত্রে লিটনের অধিনায়ক হবার সম্ভাবনা ক্ষীণ। এদিকে সাকিব প্রথম পছন্দ হলেও, আরও দুই বছর তিনি খেলবেন কিনা এ বিষয়ে দ্বিধায় বিসিবি সভাপতি। তিনি বলেছিলেন, সাকিব সবচেয়ে সহজ পছন্দ। কিন্তু আমরা জানি না সে আরও দুই বছর খেলবে কিনা। এ বিষয়ে তার সাথে কথা বলতে হবে। তবে সব জল্পনার অবসান হতে পারে আজ বিসিবির সভায়।










