ওয়ানডের শীর্ষে নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের উন্নতি

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি ফরম্যাটের র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সোমবার আইসিসির হালনাগাদ র‌্যাংকিং প্রকাশিত হয়েছে। যেখানে ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডকে হঠিয়ে শীর্ষস্থান দখল করেছে নিউজিল্যান্ড। কিউইরা টি-টোয়েন্টিতেও এগিয়েছে। বাংলাদেশ অবশ্য আগের মতোই ওয়ানডেতে সাত নম্বরে আছে। এই র‌্যাংকিং তালিকা তৈরিতে গত বছরের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্সের শতভাগ এবং আগের দুই বছরের পারফরম্যান্সের অর্ধেক বিবেচনায় আনা হয়েছে। চারে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই নম্বরে থাকা ভারত নেমে গেছে তিনে। দুই ধাপ এগিয়ে ১১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ৯০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ। আর টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ২২৫। ১ রেটিং পয়েন্ট হারালেও এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছে লাল সবুজের দল। ২৭৭ পয়েন্ট নিয়ে নিজেদর শীর্ষস্থান আরও সংহত করেছে ইংল্যান্ড। দুইয়ে আছে ভারত। দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে নিউজিল্যান্ড, ৮ পয়েন্ট বেড়ে তাদের মোট পয়েন্ট এখন ২৬৩। ২৬১ পয়েন্ট নিয়ে পাকিস্তান আগের মতোই চার নম্বরে আছে। ৯ পয়েন্ট হারিয়ে ও দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে অস্ট্রেলিয়া (২৫৮ পয়েন্ট)।

পূর্ববর্তী নিবন্ধনিজেকে শাণিত করে তোলার চেষ্টায় আছেন মোসাদ্দেক
পরবর্তী নিবন্ধআইপিএলে করোনার হানায় কেকেআর আরসিবি ম্যাচ স্থগিত