ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড রোহিত শর্মার

| সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৫:১৬ পূর্বাহ্ণ

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের ডানহাতি ব্যাটার রোহিত শর্মা। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫টি চার ৩টি ছক্কায় ৫১ বল খেলে ৫৭ রানের ইনিংস খেলেন রোহিত। এই ইনিংসে ৩টি ওভার বাউন্ডারি মেরে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মালিক বনে যান রোহিত। এক্ষেত্রে পাকিস্তানের শহিদ আফ্রিদির বিশ্ব রেকর্ড ভাঙ্গেন তিনি। ১৫ বছর আগে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছিলেন আফ্রিদি। ২৭৭ ম্যাচের ২৬৯ ইনিংসে ৩৫২টি ছক্কা মেরেছেন রোহিত। ৩৯৮ ওয়ানডের ৩৬৯ ইনিংসে ৩৫১টি ছক্কা আছে আফ্রিদির। ফলে আফ্রিদির চেয়ে ১শ ইনিংস কম খেলে পাকিস্তানের সাবেক অধিনায়ককে টপকে গেছেন রোহিত।

পূর্ববর্তী নিবন্ধসরফভাটায় সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধদ্রুতই শুরু হবে মেয়েদের বিপিএল