ওয়ানডেতে সম্ভাবনা দেখছেন রুবেল

| মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৫:২০ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ জনের ওয়ানডে দলে আছেন রুবেল হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে গতকাল সোমবার প্রথম অনুশীলন ছিল সীমিত ওভারের দলে থাকা ক্রিকেটারদের। রুবেলও ছিলেন অনুশীলনে। পরে তিনি বলেন, ‘জিম্বাবুয়ের ঠান্ডা কন্ডিশনে আমরা অনেক ট্যুর করেছি। জিম্বাবুয়ের আবহাওয়া পেস বোলারদের জন্য একটু চ্যালেঞ্জিং। তবে পেসারদেরই সেখানে বড় ভূমিকা রাখতে হবে। আমরা পেসাররা যদি টিমের প্ল্যান অনুযায়ী দায়িত্ব নিয়ে বোলিং করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় অনেক সফল হব।’ তিন ফরমেটের মধ্যে জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডেতেই বেশি সম্ভাবনা দেখছেন এ পেসার। রুবেলের ভাষায়, ‘বিগত কয়েক বছর ধরে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছি, তাই আমার মনে হয় ওয়ানডেতে আমাদের খুবই ভালো সম্ভাবনা আছে। টি-টোয়েন্টিতেও আমাদের যে টিম, আমার কাছে মনে হয় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যথেষ্ট সম্ভাবনা আছে।’

পূর্ববর্তী নিবন্ধ‘ইতালি দুর্দান্ত, তবে স্পেনও কম নয়’
পরবর্তী নিবন্ধমুশফিক নয়, তামিমকে নিয়ে শঙ্কায় ডমিঙ্গো