ওয়ানডেতে শুরু থেকে থাকলেও টি-টোয়েন্টিতে খেলবেন না তামিম

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

সামান্য ইনজুরির কারনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তামিম খেলতে পারবেন কিনা সংশয় দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত গতকাল তামিম নিজেই জানালেন তিনি ওয়ানডে সিরিজে খেলবেন শুরু থেকেই। তবে পাশাপাশি আরেকটি মন খারাপের সংবাদ জানিয়ে দিলেন তামিম। আর তা হচ্ছে টি-টোয়েন্টি সিরিজে খেলবেননা তিনি। ব্যক্তিগত কারনে টি-টোয়েন্টি সিরিজে খেলবেননা বলে টিম ম্যানেজম্যান্টকে জানিয়ে দিয়েছেন তামিম। সাকিবের পাশাপাশি তামিম না থাকায় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল বড় দুটি শক্তি হারাল। তবে দলের জন্য শুভ কামনা জানিয়ে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক। গতকাল নিউজিল্যান্ডের ডুনেডিনে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, আমার খেলার সম্ভাবনা প্রথম ম্যাচেই আছে। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আরেকটু ফুল রিদমে অনুশীলন করার চেষ্টা করব। আমি আশাবাদী প্রথম ওয়ানডেতে খেলা নিয়ে। গতকাল বৃহস্পতিবার অনুশীলন করেছেন তামিম। হ্যামস্ট্রিংয়ে যে ইনজুরি ছিল সেটাও এখন অনেকটা সেরে উঠেছে। শুধু তাই নয় আজ শুক্রবার দলের পূর্ণ অনুশীলনেও যোগ দিতে পারবেন তিনি। তামিম বলেন, আমার ইনজুরিতে আসলে দুইটা জায়গা নিয়ে ঝামেলা ছিল। যারমধ্যে ছিল হ্যামস্ট্রিং নিয়ে। তবে এখন সেটা মোটামুটি ভালো আছে। আজকে আমি অনুশীলনও করেছি। পরদিন অনুশীলনেও থাকব। আমি খুব আশাবাদি যে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক দেশে ফিরবেন ওয়ানডে সিরিজ খেলেই। ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে বিরতি নিচ্ছেন বলে জানিয়েছেন তামিম। নিউজিল্যান্ডে যাওয়ার আগেই এই সিদ্ধান্তের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন তিনি। তামিম বলেন টি-টোয়েন্টি সিরিজে দলের জন্য শুভ কামনা থাকবে। দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারব না। তবে দল অবশ্যই টি-টোয়েন্টি সিরিজেও ভালো করবে বলে আমি আশাবাদী। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু আগামীকাল শনিবার। তিন ম্যাচের এই সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ মার্চ।

পূর্ববর্তী নিবন্ধনেপাল পৌঁছে গেছে বাংলাদেশ ফুটবল দল
পরবর্তী নিবন্ধকমলার বাসভবনের বাইরে সশস্ত্র যুবক গ্রেফতার