চন্দনাইশে অবৈধভাবে ছাদ ওয়াটারপ্রুফিং পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে এএফ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নামক একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট ডিপ্লোমেসি চাকমা উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এএফ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নামক প্রতিষ্ঠান কর্তৃক ‘ড. ফিক্সিট পিডিপ্রুফ ১০১ এলডব্লিউ+’ নামক ছাদ ওয়াটারপ্রুফিং পণ্য অবৈধভাবে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এ সংবাদ গোপন সূত্রে পেয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এএফ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নামের ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানের মালিক উপজেলার কানাইমাদারী এলাকার আহমদ নবীর ছেলে নাফিজুর রহমানকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিট্রেট জানান, প্রতিষ্ঠানটি কোনো ধরনের অনুমোদন বা লাইসেন্স ছাড়াই উক্ত পণ্য উৎপাদন ও বাজারজাত করছিল, যা ভোক্তাদের স্বার্থের পরিপন্থী ও আইন পরিপন্থী। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট কর্তৃক অভিযুক্তকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।