ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠানে অধ্যক্ষ আল্লামা হারুনুর রশিদ আশরাফী বলেছেন, শিক্ষার্থীরাই দেশ ও জাতির কর্ণধার এবং নিয়ামক শক্তি। জাতীয় জীবনে একটি আদর্শিক জাতিসত্তা গঠনে শিক্ষার্থীদের নিজেকে আরও যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধি অর্জন করা অত্যাবশ্যক। তিনি বলেন, শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও জাতির কাণ্ডারীর ভূমিকা পালন করবে। আজকের সফলতার ধারাবাহিকতা যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি গত ২১ জানুয়ারি ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা আয়োজিত সবক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। মাদ্রাসা অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ আবু ছালেহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাবেয়া বশর জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ। উপাধ্যক্ষ কাজী মুহাম্মদ মুফিজুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আবু তৈয়ব, আবুল হোসাইন, শওকত হোসেন, আব্দুল হালিম, আমিরুল ইসলাম চৌধুরী, গোলাম মোস্তাফা, শফিক কাদেরী, আব্দুল বারী, ইকবাল হোসেন, রমিজ উদ্দিন, মনির হোসেন, মাস্টার ইসমাইল, মনিরুল হাসান, আরমান শাহ, আবদুল করিম, ইফফাৎ জাহান, রুমা আকতার, তাসনুভা ইসলাম, ইশরাত শারমিন, চেমন আরা বেগম, ফারজানা আকতার ববি প্রমুখ।












