ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সালানা জলসায় বক্তারা বলেন– জাতীয় জীবনে সৎ, যোগ্য, দক্ষ এবং সুশিক্ষিত একটি জাতি গঠনের আবশ্যকীয়তা থাকলেও তা এখনো গুমরে মরছে। এক্ষেত্রে দেশব্যাপী মাদরাসা শিক্ষা এক ঐতিহাসিক ভূমিকা রেখে আসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এখনো পর্যন্ত ক্ষেত্র বিশেষে মাদরাসা শিক্ষা গুরুত্বহীন। যা জাতীয় উন্নয়ন অগ্রগতির অন্তরায়। চট্টগ্রাম চান্দগাঁও, খাজা রোড, বাদামতলস্থ ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে গতকাল শুক্রবার ১ম অধিবেশন সকাল ১০টা হতে মাদ্রাসা প্রাঙ্গণে আরম্ভ হয়। ২য় অধিবেশন বিকাল ৩টা হতে আরম্ভ হওয়া সালানা জলসায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি এস.এম. খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত। উপাধ্যক্ষ মাওলানা কাজী মুফিজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হাসান লিটন। তাকরির পেশ করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল আলিম রেজভী, বুড়িশ্চর জিয়াউল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এস.এম. ফরিদ উদ্দীন, উরকিরচর গাউছিয়া মোহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী, ড: মহিউল হক, হাকিম মাওলানা ইকবাল ইউসুফ, মাওলানা সানাউল্লাহ শিবলী, মাওলানা জাহেদ কাদেরী প্রমুখ। অনুষ্ঠান শেষে শোকরানা বক্তব্য রাখেন ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ। মিলাদ কিয়াম ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।












