অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপের মৃত্যুদণ্ডাদেশের রায় শুনে তার গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার সারোয়তলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামে নেমে এসেছে সুনসান নীরবতা। গ্রামে এখন আলোচ্য বিষয় একটাই।
প্রদীপের বাড়ির সঙ্গে লাগোয়া একটি মন্দিরের উৎসব উপলক্ষে তাদের উঠানে শোভা পাচ্ছে বৃহৎ একটি প্যান্ডেল। কিন্তু সে আমেজের লেশমাত্র নেই এখন এক সময়ের কোলাহলপূর্ণ বাড়িটিতে। প্রদীপের বাবা মৃত হরেন্দ্র লাল দাশ। ৫ ভাই ও ৭ বোনের মধ্যে ওসি প্রদীপ হলেন চতুর্থ। প্রদীপের দুই সন্তানসহ স্ত্রী বাস করেন নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার একটি বাসায়। প্রদীপের পিতা হরেন্দ্র দাশ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চাকরিজীবী ছিলেন। প্রদীপের ছোট ভাই সুদীপ ও তার এক ভাইপো পুলিশে কর্মরত।