নির্যাতনের অভিযোগে টেকনাফের সাবেক ওসি প্রদীপ দাশসহ ২৬ পুলিশের বিরুদ্ধে সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের দায়ের করা মামলার প্রতিবেদন দিতে আরো ৩০ দিনের সময় চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ ব্যুরো অভ ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ সোমবার (৭ ডিসেম্বর) কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানার আদালতে এ আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র ইন্সপেক্টর কায়সার হামিদ।
টেকনাফ থানার ওসি থাকাকালে প্রদীপ কুমার দাশ গত বছরের (২০১৯ সালে) ২১ সেপ্টেম্বর কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফা খানকে ঢাকা মিরপুরের বাসা থেকে গ্রেফতার করেন।
এরপর অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ৬ মামলায় অভিযুক্ত করে তাকে আদালতে চালান দেয়া হয়।
এসব মামলায় টানা ১১ মাস ৫ দিন কারাভোগের পর চলতি বছরের ২৭ আগস্ট বিকেলে জামিনে মুক্তি পান সাংবাদিক ফরিদুল। এরপর গত ৮ সেপ্টেস্বর নির্যাতনের অভিযোগ এনে তিনি ২৬ পুলিশ সদস্যসহ মোট ৩০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
আদালত এ অভিযোগটি তদন্ত করে ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দেয় তবে প্রতিবেদন দাখিলের ধার্য তারিখে পিবিআই সময়ের আবেদন করে।
আজ সোমবার (৭ ডিসেম্বর) ধার্য তারিখেও ফের সময়ের আবেদন করা হয়েছে।
ন্যায়বিচার বাধাগ্রস্থ করতেই মামলার তদন্তে দীর্ঘসূত্রতার আশ্রয় নেয়া হচ্ছে বলে বাদীপক্ষের প্রধান আইনজীবী এড. মো. আবদুল মন্নানের অভিযোগ তবে পিবিআই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা যথাযথভাবেই অভিযোগের তদন্ত করে যাচ্ছে এবং তদন্ত শেষ করে আগামী ধার্য তারিখের মধ্যেই আদালতে প্রতিবেদন দাখিলের আশা করছে।