ওসি পতেঙ্গা নাজমুন নুরকে সিএমপি থেকে বদলি

| বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ২:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগর পুলিশের পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজায়েদ মো. নাজমুন নুরকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। আদেশে আগামী ১০ মে’র মধ্যে সিএমপি থেকে ছাড়পত্র নিয়ে চট্টগ্রাম রেঞ্জে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ১১ মে থেকে (অবমুক্ত) স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

৪ মে (বুধবার) রাতে সিএমপির এক উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তবে বুধবার রাত পর্যন্ত পতেঙ্গা থানায় নতুন ওসি পদায়ন হয়নি।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক আদেশে ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরকে সিএমপি থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। বদলি আদেশে উল্লেখ করা হয় জনস্বার্থে তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।

গত বছরের ২২ আগস্ট আবু জায়েদ মো. নাজমুন নুরকে পতেঙ্গা থানায় এবং আব্দুল করিমকে ইপিজেড থানায় এবং মাহফুজুর রহমানকে বন্দর থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল। মাহফুজকে সরিয়ে গত ১৫ মার্চ বন্দর থানায় ওসি হিসেবে পদায়ন করা হয় সঞ্জয় সিনহাকে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে ২৫ দোকান পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধপ্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়ে হলো ১৯৯ টাকা