আইন–শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমন অজুহাতে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
এই ঘটনায় জড়িত থাকার দায়ে কক্সবাজার জেলা সদরের মনসুর আলম মুন্না (৩৫) নামে কথিত এক সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোররাতে কক্সবাজার সদর থানা এলাকা থেকে কথিত ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। এর পর তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু হয়েছে চকরিয়া থানায়।
গ্রেপ্তার মুন্নাকে আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেপ্তার মুন্না রামু উপজেলার গর্জনিয়া বড়বিল এলাকার আবদুস সালামের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূইয়া বলেন, আইন–শৃক্সখলার অবনতি হয়েছে এমন অজুহাত তুলে একটি নম্বর থেকে তাঁর (ওসি) ব্যক্তিগত নম্বরে ফোন করেন কথিত সাংবাদিক মুন্না। এমনকি বানোয়াট, মিথ্যা এবং অবমাননাকর বিভিন্ন তথ্য উল্লেখ করে বার্তা পাঠায়। সেই বানোয়াট তথ্য পরবর্তীতে বিভিন্ন মিডিয়ায় প্রচার করার ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে।
ওসি আরও জানান, এই ঘটনায় থানায় দ্রুত বিচার আইনে মুন্নার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।