রাঙ্গুনিয়ার প্রবীণ শিক্ষক মাওলানা স. ম. ওসমান হারুনী (৬৫) গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না….. রাজেউন)। বুধবার রাতে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে দৌলতুর রহমান জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।তিনি উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন মিয়াজি পাড়ার মরহুম মাওলানা মকবুল আহমদের প্রথম পুত্র। তিনি দীর্ঘ ৩৫ বছর যাবৎ আলম শাহ পাড়া কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে শিক্ষকতা করেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।