ওসমান হাদির মৃত্যুতে বাফুফে ও বিসিবির শোক

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের দুই ক্রীড়াঙ্গনের শীর্ষ সংস্থা। হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় শাহাদাত বরণ করেছেন। পরে দেশের ফুটবল ও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে ও বিসিবি শোক জানিয়েছে। রাত ১২টার দিকে ফেসবুক পেজে হাদির ছবি যুক্ত করে বাফুফে লিখেছে, ‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ বাফুফে আরও লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

প্রায় একই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাদির ছবি দিয়ে শোক জানিয়েছে, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় দিনে খাগড়াছড়ি, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর জয়
পরবর্তী নিবন্ধসাংবাদিক হাউজিং সোসাইটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন