শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইউসি) চট্টগ্রামের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। তিনি শহীদ ওসমান হাদীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গতকাল গণমাধ্যমে পাঠানো শোক বিবৃতিতে তিনি শহীদ ওসমান হাদীর ঘাতক দুর্বৃত্তদের অনতিবিলম্বে গ্রেফতার করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। এই অনাকাঙ্ক্িষত মৃত্যুকে কেন্দ্র করে সবাইকে ধৈর্য ধারণ করা ও শান্ত থাকার জন্যও তিনি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












