ওসমান হাদির মতো সাহসী রাজনীতিবিদ বিরল

দোয়া মাহফিলে হুম্মাম কাদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি স্মরণে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙ্গুনিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে এমপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, ওসমান হাদির মতো সাহসী ও আপসহীন রাজনীতিবিদ খুব কমই দেখা যায়। অনেক প্রবীণ রাজনীতিবিদের মধ্যেও এমন সাহসিকতা পাওয়া যায় না। তিনি গত ১৯ নভেম্বর রাঙ্গুনিয়া ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইসলামপুর মাখজানুল উলুম মাদ্রাসা মসজিদে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মাহফিল শেষে মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন হুমাম কাদের চৌধুরী। পরে দক্ষিণ রাজানগর আহমদ ইসলাম তালুকদারের কবর জেয়ারতে অংশ নেন হুম্মাম কাদের চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধআহরণ অনলাইন পাঠক সভা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্য ও ইউজিসি সদস্যের সাক্ষাৎ