চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এবং চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লক কল্যাণ সমিতির সাবেক নিরাপত্তা সম্পাদক মোহাম্মদ ওসমান গণি (৬২) গত শুক্রবার সন্ধা ৭টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাযা গতকাল শনিবার সকাল ১১টায় চান্দগাঁও আ/এ জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ ওসমান গণির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি অ্যাড. জিয়া উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হাসান চৌধুরী, ব্যবসায়ী আবুল মনসুর সিকদার, কাজী মাওলানা আবুল কাশেম নিজামী, ইসমাইল চৌধুরী হানিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।