সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ কোটি টাকার স্বর্ণের বারসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব স্বর্ণ পাওয়া যায় বলে জানান সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার আসাদুজ্জামান। আটক হোসেন আহমদ গোয়াইনঘাট উপজেলার তোয়াকুলবাজার এলাকার গোরামারাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। খবর বিডিনিউজের।
সহকারী কমিশনার আসাদুজ্জামান বলেন, সকালে দুবাইয়ের শারজাহ বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এ সময় এক যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে ১০৫টি সোনার বার ও ৩টি জুস মেশিনের রিং পাওয়া যায়। জব্দ করা সোনার ওজন ১৫ কেজি ৯১০ গ্রাম।
যার আনুমানিক মূল্য ১৬ কোটি ৩৬ লাখ বলে জানান তিনি। আটক যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিমানবন্দরের এই কর্মকর্তা।