ওসমানীতে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী বিমানের ধাক্কা

সাড়ে ৫ ঘণ্টা পর বিকল্প বিমানে গন্তব্যে যাত্রা

| বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ইঞ্জিনের ধাক্কা লেগেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এর সাড়ে পাঁচ ঘণ্টা পর গতকাল বিকাল ৪টা ২০ মিনিটে বিজি২০১ ফ্লাইটের বোয়িং৭৮৭ বিকল্প উড়োজাহাজটি ২৬২ যাত্রী নিয়ে বিমানবন্দর ত্যাগ করে বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ। তিনি সাংবাদিকদের বলেন, বোর্ডিং ব্রিজে ঘষা লাগার কারণে আটকে যাওয়া উড়োজাহাজটি বিকাল ৪টা ২৬ মিনিটে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেছে। পরীক্ষানিরীক্ষায় দেখা গেছে উড়োজাহাজটির কোনো ক্ষতি হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিজি২০১ ফ্লাইটের বোয়িং৭৮৭ ড্রিমলাইনারটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধলুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগের ৩৯ জনসহ ১০৫ জুলাই যোদ্ধার গেজেট বাতিল