ওষুধ ভেবে কীটনাশক পানে বৃদ্ধের মৃত্যু

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১১:০৭ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে কীটনাশক পান করে কাজল দাশ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের মৃত প্রফুল্ল দাশের ছেলে।

বুধবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক জানান, সকালে ওই ব্যক্তিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য জনি চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কাজল দাশ।

বুধবার সকালে হোমিওপ্যাথিক ওষুধ মনে করে ভুলে ক্ষেতের জন্য রাখা কীটনাশক সেবন করে ফেলেন। এ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধব্রিকসের বাণিজ্য ফোরামে উপস্থিতি এড়ালেন শি
পরবর্তী নিবন্ধ১৫ নম্বর ঘাট থেকে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার